ইঁদুর, কচ্ছপ, হরিণ ও কাক চার বন্ধু। একদা হরিণ বন্ধুটি এক শিকারির ফাঁদে আটকা পড়লো। বাকি বন্ধুরা আসলো তার সাথে দেখা করতে।
“দুশ্চিন্তা করোনা, বন্ধু। আমি তোমাকে মুক্ত করবো”, ইঁদুর বন্ধু হরিণকে বললো। ইঁদুর কুটকুট করে ফাঁদ কেটে মুক্ত করলো বন্ধু হরিণকে।
চার বন্ধু যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিলো, তখন শিকারি তাদের দেখে ফেললো এবং তাড়া করলো। তারা চারজন প্রাণপণে দৌড়াতে শুরু করলো।
তিন বন্ধু দৌড়ে পালিয়ে গেলেও কচ্ছপ বন্ধু শিকারির হাতে ধরা পড়ে গেলো। হরিণ, কাক ও ইঁদুর আসলো কচ্ছপ বন্ধুকে উদ্ধার করতে।
তারা দেখলো, শিকারি একটি থলের ভেতরে কচ্ছপকে বেঁধে সেটি কাঁধে করে নিয়ে যাচ্ছে। কাক বন্ধু শিকারিকে বিরক্ত করতে শুরু করলো।
শিকারিটি কাককে বিভিন্নভাবে তাড়ানোর চেষ্টা করলো কিন্তু পারলো না। এক পর্যায়ে শিকারির কাঁধ থেকে কচ্ছপের থলিটি মাটিতে পড়ে গেলো।
এবারে হরিণ শিকারিটিকে বিভ্রান্ত করতে লাগলো যেনো শিকারি থলিটি মাটি থেকে তুলতে না পারে।
এই সুযোগে ইঁদুর বন্ধু থলিটি কুটকুট করে কেটে কচ্ছপকে থলের ভেতর থেকে উদ্ধার করলো এবং ৪জন একসাথে দূরে পালিয়ে গেলো।
শিক্ষা: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু