একদা এক গ্রামে হীরামন নামের এক প্রতারক ছিলো। সে ছলচাতুরি করে মানুষের টাকা আত্মসাৎ করতে পছন্দ করতো।
একদিন হীরামন একটি গরীব লোকের সাথে ছলচাতুরি করে লোকটির সব টাকা নিয়ে নিলো। হীরামনের স্ত্রী তা দেখে ফেললো এবং হীরামনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলো।
হীরামনের স্ত্রী থানায় গিয়ে হীরামনের নামে অভিযোগ করলো। পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেলো এবং কঠিন শাস্তি দিলো।
শিক্ষা: অন্যকে ঠকালে শাস্তি পেতে হয়