একবার এক কাক ফাঁদে ধরা পড়ল। ধরা পড়ে কাকটি এ্যাপোলোর কাছে প্রার্থনা করল, “ঠাকুর, হে ঠাকুর, আমায় এবারের মত রক্ষা কর। আমি তোমায় ফুলচন্দন দিয়ে পূজো করব রোজ৷”
অতএব এ্যাপোলোর কৃপায় কাকটি সে যাত্রা ফাঁদ থেকে মুক্তি পেল। কিন্তু ঠাকুরকে দেওয়া প্রতিশ্রুতির কথা ভুলে গেল। ফুলচন্দন দিয়ে পূজো করা তো দূরের কথা এ্যাপোলোকে একবার স্মরণও করলো না।
বলাবাহুল্য এর কিছুদিন পরেই আবার কাকটি ফাঁদে পড়ল। এবার কাকটি দেবা হারমিসের কাছে মানত করলো, একটা ভেড়া।
হারমিস তার মানত শুনে চটে লাল। বলল, “হতভাগা, তুমি এক দেবতার সঙ্গে জোচ্চুরি করে আমার শরণ নিতে এসেছ? আর আমি তোমায় বিশ্বাস করব, তা তুমি ভাবলে কেমন করে?”
উপদেশ: বারবার বেঈমানি করা যায় না৷