মিজো নামের এক ছেলে ছিলো। তার বাবা-মা প্রায়ই ঝগড়া করতো। সেখান থেকে মিজোও খারাপ ব্যবহার করা শিখে ফেললো।
স্কুলে মিজো সকলের সাথে খারাপ ব্যবহার করতো, ঝগড়া করতো। শিক্ষক তাকে বারবার নিষেধ করছিলেন তবুও কোনো লাভ হচ্ছিলো না।
একদিন মিজোর বন্ধুর বাবা-মায়েরা তার নামে স্কুলে অভিযোগ দিলো। শিক্ষক মিজোর বাবা-মাকে ডেকে পাঠালেন।
মিজোর বাবা-মা শিক্ষকের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিলেন। মিজোর ব্যবহার খারাপ হওয়ার কারণ শিক্ষক বুঝতে পারলেন।
তিনি মিজোর বাবা-মাকে বললেন, “আপনারা যদি একে অপরের সাথে ঝগড়া করা বন্ধ না করেন তাহলে মিজোর আচরণও ভালো হবেনা। শিশুদের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে বাসা।”
শিক্ষক আরো বললেন, “মিজোর নামে আর একটি অভিযোগ পেলে আমরা তাকে স্কুল থেকে বের করে দিবো।”
মিজোর বাবা-মা বেশ লজ্জিত হলেন এবং নিজেদের পরিবর্তন করলেন। তাদের সাথে সাথে মিজোও পরিবর্তন হয়ে গেলো।
পরবর্তী বছর মিজো ‘সবচেয়ে ভদ্র শিক্ষার্থী’-এর পুরস্কার পেলো।
শিক্ষা: বাবা-মা শিশুদের প্রথম শিক্ষক