মৌমাছি মধুকে একমাত্র নিজেদের সম্পদ বলে মনে করে। কিন্তু সেই মধু মানুষ জোর করে কেড়ে নেয় বলে, মৌমাছিরা একদিন স্বর্গের দেবতা জিউসের কাছে গিয়ে বলল-
“প্রভু, আমরা একটা প্রার্থনা নিয়ে এসেছি। প্রার্থনাটা হচ্ছে, যখন কেউ আমাদের চাকের মধু নিতে আসবে তখন যেন আমরা তার গায়ে হুল ফুটিয়ে তাকে মেরে ফেলতে পারি এমন হুল দিন আমাদের।”
দেবতা জিউস এতে ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, “ঠিক আছে, দিচ্ছি আমি তোমাদের এ হুল, কিন্তু এ হুল কারো গায়ে ফোটানোর সঙ্গে সঙ্গে খসে যাবে আর যে হুল ফোটাবে তারও সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটবে।”
উপদেশ: অপরকে জব্দ করতে গেলে নিজেই জব্দ হতে হয়।