একবার এক লোক দেবতা হারমিসের একটা কাঠের মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতে নিয়ে এলো। কিন্তু কেউই কিনল না সেটা, ফলে মূর্তিটা বিক্রি হল না।
লোকটি তখন জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে বেশ জোর গলায় বলতে শুরু করল-
“বন্ধুগণ! আজ আমি যে দেবতার মূর্তি বিক্রি করতে এসেছি, তিনি সর্বকালের সকল মানুষের কল্যাণ সাধন করেন। সকলের দুঃখ কষ্ট দূর করেন। সমৃদ্ধি এনে দেন।
তাঁকে আপনারা উপযুক্ত মূল্য দিয়ে কিনে ঘরে প্রতিষ্ঠা করুন। তাতে আপনাদের সর্বাঙ্গীণ কুশল ও মঙ্গল হবে।”
হঠাৎ পথ চলতি একটি লোক এইসব শুনে বলে উঠল, “তাই যদি হয় তাহলে তুমি এই মূর্তি বিক্রি করতে এনেছো কেন? বিক্রি না করে ঘরে রাখলেই তো বুদ্ধির কাজ করতে।
এই মূর্তির সাহায্যে তোমার অনেক লাভ হতো, সর্বাঙ্গীণ কল্যাণ হতো!”
বিক্রেতা লোকটা উত্তর দিল, “আমার যে নগদ অর্থের দরকার ভাই, আর তা জোগাড় করে দিতে এর অনেক সময় লাগে।”
উপদেশ: আগে অর্থ না হলে ধর্ম হয় না৷