বসে খাওয়া

একদা একটি লোকের দুটি কুকুর ছিল। লোকটি একটি কুকুরকে শিকার করতে শিখিয়েছিল আর একটিকে কোনো কিছু না শিখিয়ে শুধু শুধু বাড়িতে রেখে দিয়েছিল।

শিকারী কুকুরটার তাই মনে বড় ক্ষোভ। শিকারী কুকুরটি যা শিকার আনতো তার একটি ভাগ সবসময় দিতে হতো অপর কুকুরটিকে।

একদিন মনের জ্বালা আর সামলাতে না পেরে শিকারী কুকুরটি সেই বসে খাওয়া কুকুরটিকে বলেই বসলো-

“এ কেমনতর রীতি তোমার? আমি বনে বনে ঘুরে এত কষ্ট করে শিকার করে আনি আর তুমি কোনো কিছু না করে মজা মেরে বসে বসে খাও!”

ঘরের কুকুরটা হাসি মুখে বলল, “শুধু শুধু আমার ওপর কেন রাগ করছো ভাই? ভাল করে খতিয়ে দেখো, দোষটা শুধু আমার নয়। মনিব আমায় কোনো কাজ করতে শেখান নি।

তিনি আমায় শিখিয়েছেন শুধু অপরের আনা জিনিস খেতে। সুতরাং এতে আমার দোষ কোথায়? দোষ যদি থেকে থাকে তা শুধু আমার মনিবের! আমার এতে তো একটুও দোষ নেই!”

উপদেশ: পালিতকে পালকের অদূরদর্শিতার ফল ভোগ করতে হয়।