একদিন এক মেয়ে একটি পুকুরে মাছ ধরতে গেলো। এক রাখাল সেই পুকুর পাড়ে বসে আরাম করছিলো।
মেয়েটি রাখালকে বললো, “রাখাল ভাই, আমাকে একটু মাছ ধরতে সাহায্য করবে?”
রাখাল সাহায্য করতে রাজি হলো। বললো, “তুমি এখানে বসো। আমি বাঁশি বাজালে দেখবে সব মাছ পুকুরের ধারে চলে এসেছে। তখন দ্রুত মাছগুলো ধরে নিবে।”
রাখাল বাঁশি বাজাতে লাগলো। কিন্তু একটি মাছও পুকুরের ধারে আসলো না। বরং সব মাছ লুকিয়ে গেলো।
মেয়েটি রাখালকে বললো, “রাখাল ভাই, তুমি অনেক সুন্দর বাঁশি বাজাও। কিন্তু বাঁশি বাজিয়ে মাছ ধরা সম্ভব না। মাছ ধরতে পরিশ্রম করতে হয়।”
রাখাল নিজের ভুল বুঝতে পারলো। তাই সে পুকুরে জাল ফেলে জালের দড়িটি নিজের কোমড়ে বাঁধলো এবং জোরে এক দৌড় দিলো।
জালে এক ঝাঁক মাছ উঠে আসলো। মেয়েটি বেশ খুশি হলো এবং রাখালকে কিছু মাছ দিলো। বাকি মাছ নিয়ে সে বাসায় ফিরে গেলো।
শিক্ষা: পরিশ্রমের ফল মিষ্টি হয়