You are currently viewing blog-single.phpবাচাল কচ্ছপের গল্প

বাচাল কচ্ছপের গল্প

গ্রীষ্মের এক সকালে এক কচ্ছপ ও দুই রাজহাঁস নদীতে সাঁতার কাটছিলো। হঠাৎ তাদের মনে হলো, সাঁতরে নদীর ঐ পাড়ে যাবে। যেই ভাবা সেই কাজ!

“নদীর ঐপাড়ে গেলে বেশ মজা হবে। কিন্তু আমি তো তোমাদের মতো দ্রুত যেতে পাড়বো না। অনেক পিছিয়ে পড়বো আমি।”, কচ্ছপ রাজহাঁসদের বললো।

কচ্ছপকে সাথে নিয়ে নদী পাড় হওয়ার একটি বুদ্ধি আটলো রাজহাঁসদ্বয়। তারা একটি কাঠি যোগাড় করলো। 

রাজহাঁস দুইটি ঠোঁট দিয়ে কাঠির দুই পাশে ধরলো এবং কচ্ছপ দাঁত দিয়ে কাঠির মাঝ বরাবর কামড়ে ধরলো। 

রাজহাঁসরা কচ্ছপকে খুব কড়াভাবে বারণ করলো, “একদম কথা বলবে না কিন্তু। কথা বললেই তুমি নদীতে পড়ে যাবে।”

কচ্ছপ সম্মতি জানালো। কিন্তু কিছুদূর যেতেই ভুলবশত বাচাল কচ্ছপ কথা বলে উঠলো এবং নদীতে পড়ে গেলো।

শিক্ষা: যারা তোমাকে সাহায্য করছে তাদের কথা মেনে চলা উচিত