এক বনে তিন বন্ধু ছিলো। সিংহ, হাতি ও বানর। তারা সবসময় একসাথে থাকত, একসাথে ঘুরাফেরা করত।
একদিন তিন বন্ধু বনে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় এক বাদুড় তাদের কাছে আসলো এবং বললো, “থামো… থামো… আমি একটি গল্প লিখেছি। তোমাদের শোনাতে চাই।”
সিংহ, হাতি ও বানর থামলো এবং গভীর মনোযোগ দিয়ে বাদুড়ের গল্প শুনতে লাগলো।
বাদুড় কিছুক্ষণ গল্প বলার পর সিংহ তাকে থামিয়ে দিয়ে বললো, “এই গল্প আমি আগে শুনেছি। আমি নিশ্চিত এইটা তোমার লেখা গল্প নয়, বাদুড়।”
একথা শুনে বাদুড় খুব রেগে গেলো। সে বললো, “এসব তুমি কী বলছো, সিংহ! এইটা আমারই লেখা গল্প।”
হাতি ও বানর বেশ বিরক্ত হলো। তারা বাদুড়কে বললো, “তুমি মিথ্যা বলছো। আমরা আর তোমার গল্প শুনবো না। যে মিথ্যা বলে তার সাথে আমরা কথা বলিনা।”
শিক্ষা: সর্বদা সত্য কথা বলতে হয়