বাদুড় ও খাঁচার পাখি

একদা এক পাখি ছিল। সে এক বাড়ির জানলার পাশে ঝোলানো ছিল। পাখিটি রোজ রাতে গান গাইত। এক বাদুড় প্রায়ই সেই গান শুনতে পেত। তার সেই গান খুবই ভাল লাগত।

একদিন বাদুড়টি তার কাছে এসে বললো, “ভাই, রোজ রাতে তুমি গান গাও তা আমি শুনি, কিন্তু কই দিনে তো একবার গান গাও না, এরকমটা কেন কর তুমি?”

খাঁচার পাখিটা বলল, “এর অবশ্যই কারণ আছে। একবার দিনে গান গাওয়ার সময়েই তো আমি ধরা পড়েছিলাম এবং তার জন্যেই তো এমন করে খাঁচায় আটকা পড়ে গেছি। সেই থেকে আমার খুব শিক্ষা হয়ে গেছে। সাবধান হয়ে গেছি।”

বাদুড়টি উত্তরে বললো, “ভাই, এখন আর সাবধান হয়ে লাভ কী? এই সাবধানটা যদি তুমি ধরা পড়বার আগে হতে তা হলে ভাল ছিল।”

উপদেশ: অঘটন ঘটবার আগে সাবধান হতে হয়।