একদা এক বনে কোনো রাজা ছিলো না। তাই বনের সকলে সিদ্ধান্ত নিলো বানরকে তাদের রাজা বানাবে। কারণ বানর বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের বিনোদিত করে।
শুধুমাত্র শিয়ালই বুঝতে পারছিলো, বানরকে রাজা বানানো ঠিক হবেনা। রাজা হিসেবে বানর যোগ্য নয়, এইটা বনের সকলকে বোঝানোর জন্য একটি বুদ্ধি বের করলো সে।
বানরের জন্য একটি ফাঁদ তৈরি করলো শিয়াল। সেই ফাঁদের উপরে অনেকগুলো কলা রাখলো সে এবং বানরকে বললো, “বানর রাজা, এই কলাগুলো আপনার জন্য।”
বানর বেশ খুশি হলো এবং কলা খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়লো সে। তৎক্ষণাৎ শিয়ালের বানানো ফাঁদে আটকা পড়লো বানর।
শিয়াল তখন বনের অন্য প্রাণীদের বললো, “যে নিজের খেয়াল রাখতে পারেনা, নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারে না সে কীভাবে আমাদের সকলের খেয়াল রাখবে, বলো?”
বনের প্রাণীরা বুঝতে পারলো, শুধু বিনোদন দিতে পারলেই কেউ রাজা হতে পারেনা। এবং তারা যোগ্য কাউকে রাজা বানানোর সিদ্ধান্ত নিলো।
শিক্ষা: যে নিজের খেয়াল রাখতে পারেনা তাকে অন্যের দায়িত্ব দেওয়া ঠিক না