বান্টি’র ভুল বুঝতে পারা

এক নদীর পাশে একটি গ্রাম ছিলো। সেই গ্রামে বান্টি নামের এক ছেলে বাস করতো। একদিন বিকেলে নদীর ধারে খেলতে খেলতে পা পিছলে নদীতে পড়ে গেলো বান্টি।

“বাঁচাও! বাঁচাও!! প্লিজ আমাকে উদ্ধার করো!”, বলে চিৎকার করতে লাগলো সে। ঐ মুহূর্তে সেখান দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিলো।

লোকটি বান্টির চিৎকার শুনতে পেলো। বান্টিকে উদ্ধার করার জন্য দ্রুত একটি লাঠি খুঁজলো সে।

লাঠিটি বান্টির দিকে এগিয়ে দিয়ে লোকটি বললো, “তুমি নদীর ধারে কেনো খেলছিলে? তুমি জানো না, নদীর ধারে খেললে তোমার বিপদ হতে পারে!? নাও… এই লাঠিটা ধরো। আমি তোমাকে পাড়ে নিয়ে আসছি।”

বান্টি লাঠিটি শক্ত করে ধরলো এবং লোকটি তাকে সাবধানে নদীর পাড়ে নিয়ে আসলো।

জীবন বাঁচানোর জন্য বান্টি লোকটিকে ধন্যবাদ জানালো এবং বললো, “আমার ভুল হয়েছে, কাকু। আমি আর কখনো নদীর ধারে খেলাধুলা করবো না।”

শিক্ষা: সকল কাজ ভেবেচিন্তে করা উচিত