বাবুই পাখির বাসা

বাবুই পাখির বাসা দোলে
গাছের ডালে পাতার কোলে।
ঝুলছে যেন বোতলখানা
বাজার থেকে সদ্য আনা।
ঘরের মাঝে রাতটি হলে
জোনাক পোকার পিদিম জ্বলে।