বহু বছর আগের কথা। এক গ্রাম বিউটি নামের একটি মেয়ে বাস করতো। একদিন সে পাশের এক জঙ্গলে গেলো তার বাবার জন্য লাল গোলাপ আনতে।
লাল গোলাপ খুঁজতে খুঁজতে সে একটি লাল গোলাপের বাগান দেখতে পেলো। খুশি মনে গোলাপ ছিঁড়তে লাগলো বিউটি।
হঠাৎ গোলাপ বাগানের সাথে লাগানো একটি বাড়ির ছাদ থেকে পশুর মতো দেখতে এক লোক উঁকি দিলো।
লোকটিকে দেখে ভয় পেলো বিউটি এবং আনমনে বলে উঠলো, “বিস্ট!”
বিউটিকে ফুল ছিঁড়তে দেখে ধমক দিলো বিস্ট। বললো, “কে তুমি? আমার গোলাপ বাগান থেকে ফুল ছেঁড়ার অনুমতি তোমাকে কে দিয়েছে!?”
বিউটি বললো, “দয়া করে আমাকে শাস্তি দিবেন না। আমাকে যেতে দিন। আমি আমার বাবার জন্য ফুল নিচ্ছিলাম।”
বিস্ট বিউটির কোনো কথাই শুনলো না। বরং বিউটিকে শাস্তি দেওয়ার জন্য ছাদ থেকে দ্রুত নেমে আসতে লাগলো। এমন সময় পা পিছলে পড়ে গেলো সে।
সিঁড়িতে মাথা লেগে অজ্ঞান হয়ে গেলো বিস্ট। বিস্ট-এর এমন করুন দশা দেখে বিউটির বেশ মন খারাপ হলো। সে বিস্ট-এর মাথা তার কোলে নিয়ে কাঁদতে শুরু করলো।
বিউটির চোখের পানি বিস্ট-এর গায়ে পড়া মাত্রই বিস্ট একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হলো। বিউটি যেনো নিজের চোখকে বিশ্বাস করতে পারলো না।
রাজপুত্র বললো, “আমি একটি ডাইনিকে হত্যা করেছিলাম তাই সে আমাকে অভিশাপ দিয়েছিলো, আমি পশুর মতো হয়ে যাবে। আমাকে কেউ ভালবাসবে না।”
রাজপুত্র আরো বললো, “কিন্তু তুমি আমাকে ভালোবেসে আমার জন্য চোখের পানি ফেললে। তোমার ভালোবাসা আমাকে আমার জীবন ফিরিয়ে দিয়েছে। তুমি কি আমাকে বিয়ে করবে, বিউটি?”
বিউটি সম্মতি জানালো। বিউটি ও রাজপুত্র বিয়ে করে সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।
শিক্ষা: প্রকৃত ভালবাসাই পারে বিশ্বকে বদলে দিতে