বিড়াল ও একটি বয়স্ক ইঁদুর

একদা এক বাসায় একটি বিড়াল থাকতো। সেই বাসায় ছোট্ট একটি গর্তে কয়েকটি ইঁদুর বসবাস করতো। তাদের মধ্যে একটি ইঁদুর ছিলো বয়স্ক।

বিড়াল বয়স্ক ইঁদুরটিকে মোটেও পছন্দ করতো না। তাই সে বয়স্ক ইঁদুরকে বিভিন্নভাবে বাসা থেকে তাড়ানোর চেষ্টা করতো।

একদিন বয়স্ক ইঁদুর বাকি ইঁদুরদের বললো, “আমার মনে হয়, আমাদের বিড়ালের সাথে বন্ধুত্ব করা উচিত। তাহলে আমরা আর তাকে ভয় পাবো না।”

সকলে তার কথায় সম্মতি জানালো। বয়স্ক ইঁদুর একদিন বিড়ালকে তাদের গর্তে খাবারের দাওয়াত দিলো।

বিড়াল দাওয়াত গ্রহণ করলো। বিড়ালের উদ্দেশ্য ছিলো দাওয়াত খাওয়ার বাহানায় কয়েকটি ইঁদুর খেয়ে ফেলা এবং বয়স্ক ইঁদুরকে বাসা থেকে বিতাড়িত করা।

দাওয়াত খাওয়া শেষে বিড়ালটি শরীর খারাপের বাহানা করলো এবং চোখ বন্ধ করে শুয়ে পড়লো। ইঁদুররা ভাবলো, বিড়ালটি মারা গেছে।

কিন্তু বয়স্ক ইঁদুর বিড়ালের চালাকি ধরতে পারলো। তাই সে বিড়ালকে শিক্ষা দেওয়ার জন্য একটি বুদ্ধি আটলো।

বাকি ইঁদুরদের সহায়তায় বয়স্ক ইঁদুর একটি আটার বস্তা এনে বিড়ালের গায়ে ফেলে দিলো। আটা বিড়ালের নাকে ঢুকা মাত্রই বিড়ালটি হাঁচি দিয়ে উঠলো।

বিড়ালের চালাকি ইঁদুররা ধরতে পারায় বেশ লজ্জা পেলো সে। দ্রুত ইঁদুরের গর্ত থেকে পালিয়ে গেলো। এরপর বিড়ালটি আর কখনো ইঁদুরদের সামনে আসেনি।

শিক্ষা: অন্যকে ঠকালে নিজেকেই ঠকতে হয়