জনশ্রুতি আছে যে, মানুষ সৃষ্টির আগে বিধাতা পুরুষ পশুপাখি তৈরি করে হাত পাকিয়েছিলেন।
পশু-পাখিদের তিনি কাউকে দিলেন গায়ের বল, কাউকে দিলেন অতি দ্রুত চলবার ক্ষমতা, আবার কাউকে দিলেন আকাশে ওড়বার পাখা।
মানুষ এ সবের কোনো কিছুই পেল না। তবুও বিধাতাপুরুষ তার ক্ষমতামত মানুষ তৈরি করলেন। মানুষের ক্ষোভ জমতে থাকল।
তাই মানুষ একদিন বিধাতাকে বলল, “কেন এই প্রভেদ? ওদের যা যা দিলেন তার কোনোটাই তো আমাদের ভাগ্যে জুটল না, কি অপরাধ করেছি আমরা?”
বিধাতাপুরুষ বললেন, “মিছিমিছি তোমরা দুঃখ পাচ্ছো। তোমাদের যা আমি দিয়েছি তা আর কাউকেই আমি দিইনি।
তোমরা আমার কাছ থেকে বিচার করবার শক্তি পেয়েছো। বুদ্ধি পেয়েছো। স্বর্গে মর্ত্যে এই গুণের জুড়ি আর কোথাও পাবে না।”
উপদেশ: বুদ্ধিবলেই মানুষ সকলের ওপর প্রভুত্ব বিস্তার করেছে।