বিশ্বস্ত মন্ত্রী জন

একদা এক রাজার জন নামের এক বিশ্বস্ত মন্ত্রী ছিলো। রাজা চাইতেন, তাঁর কিছু হলে জন যেনো রাজকুমারের দেখাশোনা করে।

মহারাজ জনকে বললেন, “আমার কিছু হলে তুমি রাজকুমারকে দেখে রেখো, জন। তবে খেয়াল রাখবে, রাজকুমার যেনো ছাদে থাকা সোনালী রাজ্যের রাজকন্যার ছবি না দেখে।”

জন জানতে চাইলো, “কেনো, মহারাজ?”

মহারাজ উত্তর দিলেন, “সোনালী রাজ্যের রাজকন্যাকে দেখলেই রাজকুমার তাকে বিয়ে করতে চাইবে। কিন্তু সোনালী রাজ্যের রাজকন্যাকে বিয়ে প্রস্তাব দিলে রাজকুমারের প্রাণহানী হতে পারে।”

জন মহারাজকে কথা দিলো যে, সে এমনটা হতে দিবেনা। জন সবসময় রাজকুমারের খেয়াল রাখতো এবং তাকে সোনালী রাজ্যের রাজকন্যার ছবি থেকে দূরে রাখতো।

কিন্তু একদিন রাজপুত্র সোনালী রাজ্যের রাজকন্যার ছবি দেখে ফেললো। রাজার ধারণা সঠিক প্রমাণিত হলো। রাজপুত্র সোনালী রাজ্যের রাজকন্যাকে বিয়ে করতে চাইলো।

জন রাজপুত্রকে সোনালী রাজ্যে নিয়ে গেলো এবং বললো, “সোনালী রাজ্যে রাজকন্যার সাথে আমাদের রাজপুত্র দেখা করে চায়।”

সোনালী রাজ্যের মন্ত্রী ও সৈন্যরা বললো, ‘রাজকন্যা এখন ব্যস্ত আছেন। আমাদের মাধ্যমে রাজকন্যাকে যেকোনো বার্তা পাঠাতে পারেন।”

জন বললো, “সমস্যা নেই। আমরা সময় হাতে নিয়ে এসেছি। আপনাদের যত সময় লাগে নিন কিন্তু রাজপুত্রকে রাজকন্যার সাথে দেখা করার সুযোগ দিন।”

ঘন্টাখানেক পরেই রাজকন্যা তাদের সাথে দেখা করতে আসলো। রাজপুত্রকে দেখে তার খুব ভালো লাগলো এবং সেও রাজপুত্রকে বিয়ে করতে রাজি হলো।

ধুমধাম করে জনের রাজপুত্রের সাথে সোনালী রাজ্যের রাজকন্যার বিয়ে হলো।

জন তার প্রতিশ্রুতি মোতাবেক রাজপুত্রের জীবন রক্ষা করায় রাজা তাকে বিশেষভাবে পুরস্কৃত করলেন।

শিক্ষা: প্রতিশ্রুতি রক্ষা করলে তার পাওয়া যায়