এক পাড়ায় এক বুড়ি বাস করতো। সংসার চালানোর জন্যে সে অনেকগুলো মুরগি পুষেছিল। মুরগিগুলি যা ডিম পাড়তো সেগুলি বাজারে বিক্রি করে বুড়ি যা টাকা পেতো তাই দিয়েই মোটামুটি সংসার চালিয়ে নিতো।
মুরগিগুলোর মধ্যে একটি ছিল তার বড় আদরের, কারণ রোজ সকালেই সেই মুরগিটি একটি করে বড় ডিম দিতো। এই জন্যে বুড়ি তাকে অন্যান্য মুরগির চেয়ে একটু বেশি যত্ন করতো, একটু বেশি করে দানাও দিত।
একদিন বুড়ি ভাবল—আমার আদরের মুরগিটাকে আমি যে দানা খেতে দিই তাতেই যদি সে রোজ একটা করে ডিম দেয়, তাহলে ওর খাবার দানা দ্বিগুণ করে দিলে ও নিশ্চয়ই দুটো করে ডিম দেবে, আরো বেশি টাকা আমার ঘরে আসবে!
এই ভেবে সেই দিন থেকে বুড়ি মুরগিটির খাদ্যের মাত্রা দ্বিগুণ করে দিল। আর তাতে মুরগিটি বেশি খাবার খেয়ে খেয়ে প্রথম তিনদিন আগেকার মত ডিম দেবার পর চতুর্থ দিন আর ডিম দিল না।
আবার পঞ্চম দিন, সপ্তম দিন, নবম দিন এবং শেষমেষ হৃষ্টপুষ্ট মুরগিটি তিন চার দিন অন্তর অন্তর একটি করে ডিম দিতে লাগল।
অবশেষে আরও হৃষ্টপুষ্ট হয়ে গেলে ডিম দেওয়া একেবারেই বন্ধ করে দিল। ডিম বন্ধ হতেই বুড়ির চক্ষু চড়কগাছ।
বুড়ি নিজের কপালে চাপড়ে বারবার বলতে লাগলো, “হায়, আমি বুদ্ধির দোষে বেশি লাভ করতে গিয়ে সব হারালাম।”
উপদেশ: অতি লোভের ফল খারাপ হয়।