সূক্ষ্ম রসবোধের জন্য বিখ্যাত মোল্লা নাসিরুদ্দিন হোজ্জাকে বিভ্রান্ত করতে প্রায়ই লোকে কঠিন প্রশ্ন নিয়ে তার কাছে যেত।
একদিন এক পণ্ডিত হোজ্জার কাছে আসলেন এবং গ্রামবাসীর সামনে হোজ্জাকে বিব্রত করার জন্য তাকে একটি ধাঁধা জিজ্ঞেস করলেন।
পণ্ডিত বললেন, “হোজ্জা, আপনি কি বলতে পারবেন কোনটি বেশি গুরুত্বপূর্ণ—জ্ঞান নাকি সম্পদ?”
তৎক্ষণাৎ হোজ্জা উত্তর দিলেন, “অবশ্যই, জ্ঞান।”
হোজ্জাকে নিজের ফাঁদে ফেলতে পণ্ডিত আবার প্রশ্ন করলেন, “কিন্তু কেন, হোজ্জা? সম্পদই তো জীবনকে আরামদায়ক করে তোলে এবং সম্মান এনে দেয়, তাই নয় কি?”
হোজ্জা হেসে বললেন, “এটা খুবই সহজ। আমরা আমাদের জ্ঞানকে সবসময় নিজের মন দিয়ে রক্ষা করতে পারি, কিন্তু আমাদের সম্পদ রক্ষা করতে শত শত প্রহরীর প্রয়োজন হয়।”
হোজ্জার কথা শুনে গ্রামবাসী হাসিতে ফেটে পড়ল। পণ্ডিত বুঝতে পারলেন হোজ্জাকে হারানো মোটেও সম্ভব নয়।
হোজ্জার বুদ্ধিদীপ্ত উত্তর সবাইকে মনে করিয়ে দিল যে, সম্পদ কেউ ছিনিয়ে নিতে পারলেও জ্ঞান কখনোই ছিনিয়ে নিতে পারবে না।