বুদ্ধিমান গাধা

একদিন মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা তার গাধাকে নিয়ে শহরে যাচ্ছিলেন। গাধাটি একটু বয়স্ক এবং প্রায়ই নিজের ইচ্ছামতো চলছিল, কিন্তু হোজ্জা যথেষ্ট ধৈর্য নিয়ে তাকে পরিচালনা করছিলেন।

এই কাণ্ড দেখে পথে লোকজন হাসাহাসি করছিল। এক ব্যক্তি হোজ্জার কাছে এসে বলল, “হোজ্জা, তোমার গাধাটা একদম বোকা। ওকে দিয়ে তো কিছুই হবে না।”

হোজ্জা হেসে বললেন, “আমার গাধা মোটেও বোকা নয়, বরং খুবই বুদ্ধিমান। আমি তোমাকে প্রমাণ দেব।”

একদিন হোজ্জা তার গাধার সামনে দুটো বোঝা রাখলেন—একটিতে খড় আর অন্যটিতে মিষ্টি ঘাস। তিনি গাধার দিকে তাকিয়ে বললেন, “চল দেখি, কোনটা বেছে নেয়।”

গাধা খুশি হয়ে মিষ্টি ঘাসের দিকে এগিয়ে গেল এবং খেতে শুরু করল। তখন হোজ্জা বললেন, “দেখলে? আমার গাধা জানে কোনটা বেশি সুস্বাদু!”

হোজ্জা আরও যোগ করলেন, “যদি তোমরা মনে কর যে গাধা বোকা, তাহলে নিজেরাই দেখো যে সে কীভাবে নিজের উপকারের জিনিস বেছে নিতে পারে।”

তখন আশেপাশের লোকজন বুঝতে পারল যে, হোজ্জা তার গাধার প্রতি বেশ যত্নশীল এবং গাধাটি মোটেও বোকা নয়।

এই গল্পের মাধ্যমে হোজ্জা বুঝিয়ে দিলেন যে, যাদের আমরা বোকা মনে করি তারা মাঝে মাঝে আমাদের চেয়েও বেশি বুদ্ধিমান হতে পারে।