এক গ্রামে এক কৃষক দম্পতি বাস করতো। একদিন তারা মাঠে কাজ করতে করতে মাঠের কোণে একটি শিশু পড়ে থাকতে দেখলো।
শিশুটিকে দেখে খুশি হলো তারা। কৃষকের স্ত্রী খুশিতে একটি গান গাইতে লাগলো। গান শুনে শিশুটি তার দিকে হাত বাড়িয়ে দিলো।
কোলে তুলে নিলো কৃষক স্ত্রী। শিশুটির নাম রাখলো জুয়েল। ধীরে ধীরে জুয়েল বড় হলো। হাঁটা শিখলো।
কৃষক স্ত্রী এখনো সেই গান গায় এবং গানটি শুনলেই জুয়েল দৌড়ে মায়ের কাছে চলে আসে।
একদিন এক ডাইনি গানটি শিখে ফেললো। গান গেয়ে জুয়েলকে নিজের বাসায় নিয়ে আসলো ডাইনি। বিপদ বুঝতে পেরে জুয়েল সেখান থেকে পালিয়ে বাবা-মায়ের কাছে গেলো।
বাবা-মাকে সব খুলে বললো। কৃষক আগুন দিয়ে ডাইনির বাসা পুড়িয়ে দিলো। সেইসাথে ডাইনিও পুড়ে গেলো।
এভাবে জুয়েল ও তার বাবা-মা ডাইনির কুনজর থেকে রক্ষা পেলো।
শিক্ষা: বুদ্ধি খাটিয়ে যেকোনো সমস্যার মোকাবেলা করতে হয়