বহুবছর আগের কথা। এক ছেলে একটি বিড়াল খুঁজে পেলো। বিড়াল ছেলেটিকে বললো, “জনাব, আমাকে একটি বুট জুতা কিনে দেন। আমি আপনার জীবন বদলে দিবো।”
ছেলেটি বিড়ালকে বুট জুতা কিনে দিলো। জুতা পায়ে বিড়াল প্রতিদিন একটি করে পশু শিকার করে রাজার জন্য নিয়ে যেতো এবং বলতো-
“রাজা মশাই, আমার মালিক আপনার জন্য এই উপহারটি পাঠিয়েছেন।”
বুট জুতা পরা বিড়াল দেখে রাজা খুব মজা পেলেন। ধীরে ধীরে রাজার সাথে বিড়ালের সখ্যতা গড়ে উঠলো।
একদিন রাজা রাজকন্যাকে নিয়ে ভ্রমণে বের হলেন। অনেকক্ষণ ভ্রমণের পর বিড়ালটি রাজাকে বললো-
“রাজা মশাই, এত পথ ঘুরে আপনি নিশ্চয় অনেক ক্লান্ত। সামনে একটি পুকুর আছে। সেখানে গোসল করে কিছুক্ষণ বিশ্রাম নিন।”
রাজা বললেন, “ঠিক বলেছো, বিড়াল।” রাজা মশাই পুকুরে গোসল করতে নামলেন। এই সুযোগে বিড়াল তাঁর পোশাক লুকিয়ে ফেললো।
বিড়াল ছেলেটিকে বললো, “জনাব, আমি যখন চিৎকার করবো ‘কেউ রাজা মশাইয়ের পোশাক চুরি করে নিয়ে গেছে’ তখন আপনি পোশাকটি নিয়ে আসবেন।”
বিড়ালের কথামতো ছেলেটি রাজার পোশাক নিয়ে আসলো। পোশাকটি রাজার হাতে তুলে দিয়ে বিড়াল বললো, “মহারাজ, আমার মালিক আপনার পোশাক উদ্ধার করে এনেছেন।”
রাজা মশাই খুশি হলেন এবং রাজকন্যার সাথে ছেলেটির বিয়ে দিলেন।
ছেলেটি বুদ্ধিমান বিড়ালকে তার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলো। তারা তিনজন একসাথে সুখেশান্তিতে থাকতে লাগলো।
শিক্ষা: বন্ধুর উপর ভরসা করা উচিত