You are currently viewing blog-single.phpবুদ্ধিমান রাজহাঁস দল

বুদ্ধিমান রাজহাঁস দল

একদিন সকালে একদল রাজহাঁস ঘুম ভেঙ্গে দেখলো তারা কীসে যেনো জড়িয়ে আছে। ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলো, এটি শিকারির জাল।

জাল থেকে মুক্ত হওয়ার বুদ্ধি বের করলো তারা। সবাই একসাথে শুয়ে পড়লো জালের ভেতর। রাজহাঁস দলকে এভাবে শুয়ে থাকতে দেখে শিকারি ভাবলো, তারা মারা গেছে।

বেশ কষ্ট পেলো শিকারি এবং রাজহাঁস দলকে এক এক করে মাটিতে শুয়ায়ে দিলো। জাল থেকে বের করে তাদেরকে মাটিতে শোয়ানো মাত্রই দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলো রাজহাঁস দল।

এভাবে তারা শিকারির জাল থেকে নিজেদের মুক্ত করলো।

শিক্ষা: ইচ্ছা থাকলে উপায় হয়