এক গ্রামে এক লোক ছিলো। তার একটি গরুর খামার ছিলো। তার কাছ থেকে ব্যবসায়ীরা গরু কিনতে আসতো।
একদিন এক জরুরী কাজে খামারিকে শহরে যেতে হলো। তাই সে তার ছেলেকে গরু বিক্রি দায়িত্ব দিয়ে গেলো।
বললো, “আজকে এক ব্যবসায়ী গরু কিনতে আসবে। ব্যবসায়ীর কাছে প্রতিটি গরুর দাম হিসেবে ২০ স্বর্ণ মুদ্রা নিবি। কেমন?”
খামারির ছেলে উত্তর দিলো, “ঠিক আছে, বাবা।”
ব্যবসায়ী গরু কিনতে আসলো। বাবার কথামতো ছেলেটি প্রতিটি গরুর জন্য ২০ স্বর্ণ মুদ্রা চাইলো।
ব্যবসায়ী একটি গরু দেখিয়ে খামারির ছেলেকে বললো, “বাবা, আমি তো এত টাকা নিয়ে আসিনি। তুমি বরং আমাকে এই গরুটা দাও, আমি তোমাকে রাতের মধ্যে টাকা দিয়ে যাবো।”
ছেলেটি লোকটিকে ভরসা করলো এবং গরু দিয়ে দিলো। বেঈমান ব্যবসায়ী গরুটি নিয়ে চলে গেলো। আর ফিরে আসলো না।
শিক্ষা: অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করতে নেই