একদা কনক নামের এক মহিলা ছিলো। তার একটি বদভ্যাস ছিলো। প্রায়ই বাহিরে যাওয়ার সময় সে বাসার মেইন গেইট লাগাতে ভুলে যেতো।
একদিন দুপুরে কনক তার স্বামীর জন্য অফিসে খাবার নিয়ে যাচ্ছিলো। কনক বাসা থেকে বের হওয়ার আগে তার স্বামী বারবার তাকে মেইন গেইট লাগানোর কথা মনে করিয়ে দিলো।
বললো, “কনক, খাবার নিয়ে আসার সময় অবশ্যই বাসার দরজা বন্ধ করবে। নইলে বাসায় চোর এসে সব জিনিস চুরি করে নিয়ে যেতে পারে।”
স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে বাসা থেকে বের হওয়ার সময় কনক ভাবলো-
“আমি যদি আবারো বাসার মেইন গেইট লাগাতে ভুলে যাই তাহলে তো বাসায় চুরি হতে পারে। তাই এক কাজ করি, দরজাটা সাথে করেই নিয়ে যায়।”
খাবারের বক্সটা দরজার হ্যান্ডেল-এ আটকে দরজাটি মাথায় করে কনক তার স্বামীর অফিসের উদ্দেশ্যে রওনা হলো।
এই সুযোগে চোর এসে কনকের বাসার সব জিনিস চুরি করে নিয়ে গেলো।
শিক্ষা: বুঝেশুনে যেকোনো কাজ করা উচিত