বোকা ছেলে জনি

একদা জনি নামের এক ছেলে ছিলো। সে অনেক সহজ সরল ছিলো কিন্তু লোকে তাকে বোকা বলতো। কারণ সে কখনোই তার বাবা-মায়ের কথা মনোযোগ দিয়ে শুনতো না।

ফলে সে সব কাজ উল্টাপাল্টা করতো এবং বিপদে পড়তো। একদিন জনির বাসায় সবাই অনেক অসুস্থ হয়ে পড়লো।

জনি বাবার তাকে প্রেসক্রিপশন দিয়ে বললেন, “জনি, সবার জন্য এই ঔষধটা নিয়ে আসো। আর তুমিও একটা ঔষধ খেয়ে নিও।”

ঔষধ আনতে গেলো জনি। বেলা গড়িয়ে বিকেল হলো তবুও জনি বাসায় ফিরলো না। জনির বাবার খুব দুশ্চিন্তা হলো।

জনিকে খুঁজতে বের হলেন তিনি। খুঁজতে খুঁজতে ঔষধের দোকানে গিয়ে জনির বাবা দেখলেন, ঔষধের দোকানে জনি পেট চেপে ধরে কাতরাচ্ছে।

জনির বাবা তাকে জিজ্ঞেস করলেন, “কী হয়েছে, জনি?” ঔষধের দোকানদার তাকে বললো, “জনি একাই সব ঔষধ খেয়ে ফেলেছে।” জনির বাবা বেশ বিরক্ত হলেন।

“তোমাকে বলেছিলাম, একটা ঔষধ খেতে কিন্তু তুমি সব খেয়ে ফেলেছো!! মনোযোগ দিয়ে কথা না শোনার জন্য এখন কে কষ্ট পাচ্ছে, বলোতো!”, একথা বলে জনিকে বাসায় নিয়ে গেলেন তিনি।

শিক্ষা: বড়দের কথা সবসময় মনোযোগ দিয়ে শুনতে হয়