একদিন বনের রাজা সিংহ সিদ্ধান্ত নিলেন বনের সবচেয়ে সুন্দর পাখিটিকে তিনি তাঁর প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করবেন।
সিংহ মহারাজের সহকারী বানর বনের সব সুন্দর পাখিদের তালিকা করলো। একে একে পাখিরা আসছিলো এবং সিংহের সামনে নিজের সৌন্দর্য ও বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছিলো।
একটি কাক মন খারাপ করে দূরে বসেছিলো। কারণ সে জানতো, সে কখনোই সিংহ মহারাজের প্রধানমন্ত্রী হতে পারবে না।
হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসলো। সে একটি ময়ূরের পেখম জোগাড় করে সেটি পরে নিলো।
এরপর কাকটি সিংহ মহারাজের সাথে সাক্ষাৎ করতে গেলো। যেহেতু কাক সবচেয়ে বুদ্ধিমান পাখি তাই কাকের সাথে কথা বলে সিংহের খুব ভালো লাগলো।
কাককে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হলো। একদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় কাক ময়ূরের পেখমগুলো খুলছিলো, সিংহ মহারাজ তা দেখে ফেললেন।
সিংহ মহারাজ খুবই রেগে গেলেন এবং কাককে তাড়িয়ে দিলেন।
শিক্ষা: মিথ্যা কথা বললে বিপদে পড়তে হয়