একদা এক পুকুরে একদল ব্যাঙ থাকতো। তারা সারাক্ষণ খেলাধুলার করতো। কখনো পানিতে, কখনো আবার ডাঙায়।
একদিন একটি বাছুর সেই পুকুরে পানি খেতে গিয়ে ব্যাঙদের খেলা করতে দেখলো। বাছুরেরও তাদের সাথে খেলতে খুব ইচ্ছা হলো।
বাছুর ব্যাঙদের জিজ্ঞেস করলো, “আমি কি তোমাদের সাথে খেলা করতে পারি?”
ব্যাঙ দল বললো, “অবশ্যই, পারো। কিন্তু বাছুর ভাই, তুমি কি সাঁতার জানো?”
বাছুর উত্তরে “না” বললো। একথা শুনে ব্যাঙ দল বললো, “তাহলে তো তুমি আমাদের সাথে খেলতে পারবে না। ডুবে যাবে।”
বাছুর ব্যাঙদের বললো, “আমি সাঁতার কাটতে পারিনা ঠিকই, কিন্তু আমি পানিতে ভাসতে পারি। আমি ডুববো না।”
বাছুরের কথা শুনে ব্যাঙ দল হাসাহাসি করতে লাগলো। বাছুরের মন খারাপ হলো। বাছুরটি অন্যমনস্ক হয়ে পুকুরের ধার দিয়ে হেঁটে বাসার দিকে যেতে লাগলো।
এমন সময় পা পিছলে সে পানিতে পড়ে গেলো! ভয় পেলো ব্যাঙ দল। কিন্তু তাদের অবাক করে বাছুর পানিতে ভাসতে লাগলো।
বাছুরকে ভাসতে দেখে ব্যাঙেরা অনেক খুশি হলো এবং তার সাথে খেলতে শুরু করলো।
শিক্ষা: অন্যকে নিয়ে হাসাহাসি করতে নেই