একদা এক শীতের দেশে একটি শিয়াল এক ঝুড়ি মাছ চুরি করে আনলো।
একটি গাছের নিচে বসে শিয়ালটি আয়েশ করে মাছগুলো খাচ্ছিলো এমন সময় এক ভালুক সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলো।
শিয়ালের কাছে এতগুলো মাছ দেখে ভালুক খুব অবাক হলো। ভালুক শিয়ালকে জিজ্ঞেস করলো, “এতগুলো মাছ তুমি কোথায় পেলে, বন্ধু!?”
শিয়াল মজা করে বললো, “আমি মাছগুলো ধরেছি।”
ভালুক অবাক হলো। বললো, “চারিদিক বরফে পড়ছে। নদী-নালা, পুকুর সবকিছু জমে বরফ হয়ে গেছে; এর মধ্যে তুমি কীভাবে মাছ ধরলে!?”
শিয়াল বললো, “খুব সোজা। বরফের মধ্যে গর্ত করলে সেই গর্তে তোমার লেজ ঝুলিয়ে বসে থাকবে। দেখবো, এক ঝাঁক মাছ তোমার লেজ খেতে আসছে। যখনই মাছরা তোমার লেজ কামড়ে ধরবে ঠিক তখনই তুমি লেজটা উপরে উঠিয়ে নিবে। তাহলে তোমার লেজের সাথে মাছগুলোও ডাঙায় চলে আসবে।”
“এত সহজ!! ধন্যবাদ, বন্ধু।”, এই বলে ভালুক মাছ ধরতে গেলো।
বরফে গর্ত করে সেই গর্তে ভালুক তার বড় লেজ ঝুলিয়ে দিলো। বরফ পড়তে পড়তে কিছুক্ষণ পর গর্তটি বন্ধ হয়ে গেলো এবং ভালুকের লেজ গর্তে আটকা পড়লো।
অনেক চেষ্টা করেও ভালুক তার লেজ বের করতে পারলো না। অবশেষে, প্রাণপণে লেজটি টান দিলো সে।
জোরে লেজ টান দেওয়ায় লেজ ছিঁড়ে পানিতে পড়ে গেলো। আর কখনোই তার লেজ গজালো না।
শিক্ষা: কাউকে অন্ধবিশ্বাস করতে নেই