ভালুক ও মৌমাছির গল্প

একদিন এক ভালুক খাবারের সন্ধান করতে করতে একটি মৌচাক দেখতে পেলো।

মৌচাকের কাছে গিয়ে ভালুক সেটি শুঁকে দেখলো যে, আসলো মৌচাক কিনা। এমন সময় এক মৌমাছি ভালুকের নাকে হুল ফুটিয়ে দিলো।

ব্যথায় লাফিয়ে উঠলো ভালুক। বললো, “তুমি অকারণেই আমার নাকে হুল ফুটালে, দেখো আমি তোমার কী করি!”

মৌমাছিটি বললো, “তুমি আমাদের বাসায় এসে উঁকিঝুঁকি দিচ্ছো কেনো!? এজন্যই তো হুল ফুটিয়েছি।”

ভালুকের অনেক রাগ হলো। সে এক থাবা দিয়ে মৌচাকটি ভেঙে ফেললো।

মৌমাছিটি বললো, “এ তুমি কী করলে! আমাদের বাসা ভেঙে দিলে! এখন দেখো, আমার ভাইয়েরা তোমার কী অবস্থা করে।”

মৌমাছির দল ভালুকটির উপর হামলা করলো। প্রাণ বাঁচাতে ভালুকটি পানিতে ঝাঁপ দিলো।

শিক্ষা: রাগ আমাদের ক্ষতি বয়ে আনে