ভালো রাজা ও এক মালির গল্প

অনেক বছর আগে এক রাজ্যে এক ভালো রাজা ছিলেন। ভালো রাজা সবার প্রতি অনেক সদয় ছিলেন। সকলের সুবিধা-অসুবিধা নিয়ে একইভাবে ভাবতেন তিনি।

ভালো রাজার বাগানের খুব শখ ছিল তাই তিনি তাঁর রাজ্যে বড় একটি বাগান তৈরি করেছিলেন।

সেই বাগানের দেখাশোনা করার জন্য তিনি একটি মালি নিয়োগ করেছিলেন। মালিটি তার কাজের ব্যাপারে অনেক সৎ ছিল। নিয়মিত বাগানটির যত্ন নিত সে। 

ধীরে ধীরে বাগানটি বেশ জনপ্রিয় হয়ে উঠল। দেশ বিদেশ থেকে লোকজন বাগানটি দেখতে আসত।

একদিন রাজা খেয়াল করলেন, মালির কাজের চাপ অনেক বেড়ে গেছে। তাই তিনি মালিকে সহযোগিতা করার জন্য এক সহযোগী নিয়োগ করলেন।

এভাবে ভালোই চলছিল। একদিন মালির মনে হিংসা জাগল। তার মনে হলো, সে সারাক্ষণ বাগানের পিছে শ্রম দেয় কিন্তু সুনাম হয় রাজার, যেখানে তার সুনাম হওয়া উচিত!

সে আরো ভাবল, এখন যেহেতু তার সহযোগী এসেছে তাই কেউ শুধু তার সুনাম করবে না। তার সাথে তার সহযোগীরও সুনাম করবে।

তাই মালি রাজাকে বললো, “মহারাজ, আমার কোনো সহযোগী চাইনা। আপনি ওকে বাদ দিয়ে দিন। নইলে আমি চাকরি ছেড়ে দিব।”

রাজা মশাই মালিকে বললেন, “মালি, আমার মনে হয় তোমার শরীর ভালো নেয়। তুমি অবান্তর কথা বলছো। তুমি বরং আজকের দিনটা বিশ্রাম করো।”

মালি ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল, “আমি ভেবেচিন্তেই কথা বলছি, মহারাজ। আপনি মালি হিসেবে হয় সহযোগীকে রাখবেন, নাহয় আমাকে রাখবেন। আমি ওর সাথে কাজ করব না।”

“ঠিক আছে, মালি। তোমার মনে যখন হিংসা উদয় হয়েছে তখন নতুন মালিই বরং থাকুক। তুমি চলে যাও।”, এই বলে রাজা মালিকে চাকরিচ্যুত করলেন।

হিংসা কারণে এভাবেই পুরোনো মালি নিজের চাকরি হারালো।

শিক্ষা: হিংসা করলে ক্ষতি হয়