ভাষার জন্য লড়াই করে
দিয়েছে যাঁরা প্রাণ,
ভুলবো নাকো কোন দিনও
রাখবো তাঁদের মান।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার সুর,
বাংলা ভাষায় কথা বলি
লাগে ভাই সু-মধুর।
ভাষার জন্য লড়াই করে
দিয়েছে যাঁরা প্রাণ,
ভুলবো নাকো কোন দিনও
রাখবো তাঁদের মান।
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার সুর,
বাংলা ভাষায় কথা বলি
লাগে ভাই সু-মধুর।