মনে করো, তুমি প্রাণীদের সম্পর্কে জানতে চাচ্ছো। এক্ষেত্রে তুমি কী করবে?সম্ভাব্য উত্তর ১: আমি বাবা-মা বা বাসার বড়দের কাউকে জিজ্ঞেস করব।সম্ভাব্য উত্তর ২: আমি টিভি / ইউটিউবে প্রাণীদের শো দেখব।সম্ভাব্য উত্তর ৩: আমি চিড়িয়াখানায় যাব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে? পৃথিবী গোল কেন হয়েছে কিন্তু বর্গাকার নয়? তুমি কীভাবে তোমার বাগানের ফুলগুলোর যত্ন নিবে? খেলা শেষ হলে তুমি কী করবে?