মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে?

সম্ভাব্য উত্তর ১: আমি ফলমূল, শাকসবজি, প্রোটিন এবং সামান্য শর্করা রাখব।

সম্ভাব্য উত্তর ২: আমি সব ধরনের খাবার সুষম পরিমাণে রাখার চেষ্টা করব এবং চিনিযুক্ত খাবার বাদ দিব।

সম্ভাব্য উত্তর ৩: আমি একটি মিল প্ল্যানিং অ্যাপ (meal planning app) অথবা বাবা-মায়ের সাহায্য নিয়ে খাবার মেন্যুটি তৈরি করব।