মনে করো, তোমাকে মিউজিক তৈরি করতে বলা হয়েছে। তুমি কীভাবে মিউজিক তৈরি করবে?সম্ভাব্য উত্তর ১: আমি হাঁড়ি এবং কড়াইকে ঢোল হিসেবে ব্যবহার করব।সম্ভাব্য উত্তর ২: আমি কোনো গানের সুর গুন গুন করব।সম্ভাব্য উত্তর ৩: আমি একটি বক্সে ডাল নিয়ে সেটি ঝাঁকাব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ অন্ধকারকে ভয় পেলে ভয় কাটানোর জন্য তুমি কী করবে? মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে? বজ্রপাত কেন হয়? পৃথিবী গোল কেন হয়েছে কিন্তু বর্গাকার নয়?