মনে করো, তোমাকে মিউজিক তৈরি করতে বলা হয়েছে। তুমি কীভাবে মিউজিক তৈরি করবে?সম্ভাব্য উত্তর ১: আমি হাঁড়ি এবং কড়াইকে ঢোল হিসেবে ব্যবহার করব।সম্ভাব্য উত্তর ২: আমি কোনো গানের সুর গুন গুন করব।সম্পর্কিত প্রশ্নোত্তর সমূহ কেউ তোমাকে কোনো উপহার দিলে তুমি কী করবে? কোথাও আগুন দেখলে তুমি কী করবে? খেলা শেষ হলে তুমি কী করবে? মনে করো, তোমাকে একটি স্বাস্থ্যকর খাবার মেন্যু তৈরি করতে বলা হলো। তুমি সেই মেন্যুতে কী কী খাবার রাখবে?