একদা এক গ্রামে ইসুনবো নামের বেঁটে এক লোক থাকতেন। সে এতই বেঁটে ছিলেন যে, তাঁর দাদা তাঁকে নৌকা হিসেবে ব্যবহারের জন্য একটি কাঠের কাপ উপহার দিয়েছিলেন।
তাঁর বাবা তাঁকে একটি সুঁই দিয়েছিলেন যেইটা তিনি তলোয়ার হিসেবে ব্যবহার করতেন। আর ইসুনবো-এর মা তাঁকে ২টি পাট কাঠি দিয়েছিলেন বৈঠা হিসেবে ব্যবহারের জন্য।
ইসুনবো অনেক সাহসী ও বুদ্ধিমান ছিলেন। তাই ছোটখাটো হওয়া সত্ত্বেও শহরে চলাফেরা করতে তাঁর কোনো অসুবিধা হতো না।
একদিন ইসুনবো শহরে গিয়ে দেখলেন, পুরো শহর ফাঁকা। বড় এক দৈত্যের আতংকে সবাই নিজ নিজ ঘরে লুকিয়ে আছে। ইসুনবো সিদ্ধান্ত নিলেন তিনি দৈত্যটাকে দমন করবেন।
দৈত্যের সাথে মোকাবেলা করার জন্য তিনি বুদ্ধি করে দৈত্যকে বললেন, “পারলে আমাকে ধরো।” কিন্তু ছোট্ট ইসুনবোকে দৈত্য দেখতেই পেলো না। শুধু তাঁর কণ্ঠ শুনতে পেলো।
ইসুনবোর কণ্ঠ শুনে শুনে দৈত্য যখন তাঁর কাছাকাছি এসে দাঁড়ালো তখন ইসুনবো তাঁর তলোয়ার দিয়ে দৈত্যের পায়ে আঘাত করলেন। দৈত্য মাটিতে লুটিয়ে পড়লো।
এভাবে দৈত্যটিকে দমন করলেন ইসুনবো।
শিক্ষা: আত্মবিশ্বাস থাকলে যেকোনো সমস্যা মোকাবেলা করা সম্ভব