একটি লোক নদীতে জাল ফেলে মাছ ধরতে এসেছিল। ছোট্ট নদী। নদীর এপার থেকে ওপার পর্যন্ত জাল ছড়িয়ে একটা দড়িতে পাথর বেঁধে সেই দড়ি টেনে মাছ তাড়িয়ে আনতে চেষ্টা করছিল লোকটি।
জালের ভেতর তাড়া খেয়ে মাছগুলি কোথায় যাচ্ছে তার আর হিসাব না রেখে জালের মধ্যেই ঢুকছিল। এতে নদীর জল ঘোলা হয়ে উঠছিল।
এইসব দেখে পল্লীবাসীর একজন তিরস্কার করে বলল, “এ কি করছ তুমি, আমরা এখানকার জল পান করি। আর সেই জল তুমি এমন করে ঘোলা করছো?”
উপদেশ: অপরের অসুবিধা করে নিজের সুবিধা করতে নেই।