একদা এক কাঁসার কলসী আর মাটির কলসী জলের স্রোতে ভেসে যাচ্ছিল।
কিছুদূর যাবার পর কাঁসার কলসী মাটির কলসীকে ডেকে বলল, “ভাই, তুমি আমার কাছাকাছি থাক, তাহলে আমি তোমাকে রক্ষা করতে পারব।”
মেটে কলসী উত্তরে বলল, “তোমার শুভেচ্ছার জন্যে তোমায় ধন্যবাদ জানাচ্ছি আমি। কিন্তু যে ভয়ে আমি তোমার কাছাকাছি হচ্ছি না, তোমার কাছে গেলে সেই ভয়ের ব্যাপারটাই ঘটবে।
তুমি দয়া করে দূরে দূরে থাকলেই আমি খুশি হবো। বুঝেছো তো? তোমার সঙ্গে আমার একবার ধাক্কা লাগলেই আমি ভেঙে একেবারে চুরমার হয়ে যাবো!”
উপদেশ: সবল প্রতিবেশীদের কাছ থেকে দূরে থাকাই ভাল!