একদা এক গ্রামে দুটি ছেলে ছিল। ছেলে দু’টি একদিন মাংসের দোকানে মাংস কিনতে গেল।
কসাই যেইনা তাদের দিকে পিছন ফিরেছে, অমনি ছেলে দু’টির একজন কিছুটা মাংস তুলে নিয়ে অপর ছেলেটির পকেটে পুরে দিল।
কসাই মুখ ফিরে তার রাখা মাংস দেখতে না পেয়ে ছেলে দুটিকে ধরল—তোরা নিশ্চয়ই আমার মাংস চুরি করেছিস?
যে ছেলেটি মাংস তুলে নিয়েছিল সে শপথ করে বলল—আমার কাছে কোনো মাংস নেই। আর যা পকেটে মাংস ছিল, সেও শপথ করে বলল—আমি তোমার মাংস চুরি করিনি।
কসাই তখন তাদের চালাকি ধরতে না পেরে বলল, “বুঝেছি বাবা, বুঝেছি, এ চালাকি বা শপথ করে তোমরা আমাকে ঠকাতে পারলে বটে, কিন্তু দেবতাদের চোখে ধুলো দিতে পারবে না।”
উপদেশ: শপথ করে মিথ্যাকে সত্যে পরিণত করা যায় না।