You are currently viewing blog-single.phpমুরগীর খামারে সারস পাখি

মুরগীর খামারে সারস পাখি

একদিন এক ঝড়ে একটি সারস পাখি উড়ে এসে একটি মুরগীর খামারে পড়লো। মুরগীর চেয়ে বড় বড় পা ও ঠোঁট থাকায় সারস পাখিকে নিয়ে হাসাহাসি করতে লাগলো খামারের মুরগীরা।

কিন্তু সারস পাখি মোটেও বিচলিত হলো না। বরং তাদের সাথে ভদ্রভাবে কথা বলতে থাকলো। ধীরে ধীরে খামারের মুরগীরা তার বন্ধু হয়ে উঠলো।

মুরগীদের সাথে সারস পাখির বন্ধুত্ব মোটেই পছন্দ করলো না এক টার্কি মুরগী। তাই সে পুরো খামার লণ্ডভণ্ড করতে লাগলো। খামারে হইচই শুনে খামার মালিক দৌড়ে আসলো।

পুরো ঘটনা জানার পর খামার মালিক টার্কি মুরগীকে শাস্তি দিলো। সেইসাথে সারস পাখির জন্য খামারে একটি ঘর বানিয়ে দিলো।

শিক্ষা: খারাপ লোকেরা খারাপ ব্যবহার করলেও আমাদের খারাপ ব্যবহার করা উচিত নয়