মুরগীর ভাঙা ডিম

একদা এক গ্রামে মোরগ-মুরগী দম্পতি থাকতো। তাদের প্রতিবেশী ছিলো বিড়াল ও ইঁদুর।

একদিন মুরগীটি অনেকগুলো ডিম পাড়লো। বাচ্চা ফুটানোর জন্য মোরগ প্রতিদিন সেই ডিমগুলোতে তা দিতো।

হঠাৎ একদিন বাজার থেকে ফিরে মোরগ দেখে, একটি ডিম কম। বেশ রেগে গেলো সে। মুরগীকে কিছু জিজ্ঞেস না করেই মোরগ বিড়ালের বাসায় গেলো।

বিড়ালকে জিজ্ঞেস করলো, “তুমি কি আমাদের ডিম খেয়েছো?” বিড়াল না-সূচক উত্তর দিলো। এমন সময় ইঁদুর মোরগদের বাসার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলো।

মোরগ ইঁদুরকেও একই প্রশ্ন করলো। ইঁদুর বললো, “না, মোরগ ভাই। আমি তোমাদের ডিম নেইনি।” কিন্তু মোরগ ইঁদুরকে বিশ্বাস করলো না। তার মনে হলো ইঁদুরই তাদের ডিম নিয়েছে।

তাই সে বিড়ালকে বললো, “বিড়াল, আমার জন্য একটু ইঁদুরকে ধরে আনবে? আমার মনে হচ্ছে, ইঁদুরই আমাদের ডিম চুরি করেছে।”

ইঁদুরকে ধরার প্রস্তাব পেয়ে বেশ খুশি হলো বিড়াল। সে ইঁদুরকে ধাওয়া করতে লাগলো। ইতোমধ্যে মোরগের চিৎকার চেঁচামেচি শুনে বাসা থেকে বেরিয়ে আসলো মুরগী।

মোরগের রেগে যাওয়ার কারণ জানতে চাইলো সে। মোরগ তাকে বললো, “ইঁদুর আমাদের একটা ডিম চুরি করেছে? তাই আমি বিড়ালকে বলেছি তাকে ধরে আনতে।”

মুরগী বিরক্ত হয়ে বললো, “এসব কী বলছো!! আমাদের একটা ডিম ফেটে গেছিলো তাই আমি সেইটা ফেলে দিয়েছি। তুমি এখুনি বিড়ালকে থামাও।”

মুরগীর কথা শুনে মোরগের অপরাধবোধ হলো। সে তৎক্ষণাৎ বিড়ালকে থামতে বললো এবং ইঁদুরের কাছে ক্ষমা চাইলো।

শিক্ষা: সত্য না জেনে কাউকে দোষারোপ করতে নেই