একদা এক শিক্ষক এক কৃষককে কিছু টাকা দিলেন এবং বললেন, “টাকাগুলো যত্ন করে রাখবে তাহলে তোমার অনেক উন্নতি হবে।”
কৃষক তার মাথালের নিচে টাকাগুলো রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলো। ভাবলো, বাসায় গিয়ে টাকা যত্ন করে আলমারিতে তুলে রাখবে।
বাসায় যাওয়ার পথে একটি ঈগল কৃষকের মাথাল নিয়ে চলে গেলো। সেইসাথে টাকাগুলোও উড়ে গেলো।
হতাশ কৃষক আবার শিক্ষকের কাছে গেলো।
বললো, “স্যার, আপনি টাকাগুলো যত্ন করে রাখতে বলেছেন তাই আমি মাথার উপর রেখেছিলাম এবং তার উপরে মাথাল পরেছিলাম। কিন্তু ঈগল টাকাসহ আমার মাথাল নিয়ে গেছে।”
শিক্ষক কৃষককে আবারো কিছু টাকা দিলেন। বললেন, “এই টাকা দিয়ে ফসলের বীজ কেনো এবং সেগুলো বপন করো। নিয়ম করে সেগুলোর যত্ন করো। দেখবে, অনেক ফসল হয়েছে।”
শিক্ষক আরো বললেন, “ফসলগুলো বিক্রি করলে তোমার অনেক উন্নতি হবে।”
কৃষক বুঝতে পারলো, শিক্ষক তাকে টাকাগুলো যত্ন করে রাখতে বলেছিলেন মানে টাকাগুলো যত্নে তুলে রাখতে বলেননি। বরং টাকাগুলো দিয়ে বীজ কিনে সেগুলো যত্ন করে চাষ করতে বলেছিলেন।
শিক্ষা: বুদ্ধি ও শ্রম কাজে লাগিয়ে অবস্থার উন্নতি করা সম্ভব