স্যামোসের লোকসভায় এক অত্যাচারী শোষকের প্রাণদণ্ড দেওয়া হবে কি না তাই নিয়ে বিচার হচ্ছিল। সেই সভায় ঈশপ এই গল্পটি বলেছিলেন—
একবার এক শেয়াল নদী পার হতে গিয়ে স্রোতের টানে এক খাদের ভেতরে গিয়ে পড়ল। অনেক চেষ্টা করেও সে কাদা থেকে উঠতে পারলো না।
সেই খাদে অনেক জোঁক থাকতো। ঝাঁকে ঝাঁকে জোঁক শেয়ালের গায়ের রক্ত চুষতে লাগলো।
সেই সময় সেই পথ দিয়ে এক শজারু যাচ্ছিলো। শেয়ালকে ঐ অবস্থায় দেখে শজারুর মনে খুব দুঃখ হল।
শজারুটি বললো, “ভাই শেয়াল, তোমার গা থেকে ঐ পোকাগুলি তুলে দিই কেমন?”
শেয়াল বললো, “না না ভাই, তা করতে যেও না।”
শজারু বললো, “না বলছ কেন?”
শেয়াল, “না বলছি এই জন্যে যে এগুলি আমার রক্ত এতক্ষণ অনেক খেয়েছে, আর বেশি এরা টানতে পারবে না।
এদের সরিয়ে নিলে, আর এক নতুন ঝাঁক এসে আমার গায়ে লাগবে। তখন যে রক্তটুকু আমার এখনও আছে, তাও আর থাকবে না।
এই গল্প শেষ করে ঈশপ স্যামোসের লোকসভায় উপস্থিত স্যামোসের লোকদের বললেন, “এখন বুঝলেন তো আপনারা, এই শোষক লোকটি আর আপনাদের তেমন ক্ষতি করতে পারবে না।
যতটা শোষণ করবার এ তা করে এখন ধনী হয়েছে। এর আর শোষণ করার ক্ষমতা নেই, প্রয়োজনও নেই।
কিন্তু একে মেরে ফেললে ধনলোভী অন্য শোষকের হাতে পড়ে আপনাদের যে ধনসম্পদ অবশিষ্ট আছে তাও আপনাদের হারাবেন।”
উপদেশ: ভাবিয়া করিও কাজ।