রবি’র বিশ্বস্ত বন্ধুরা

এক রাজ্যে রবি নামের এক ছেলে ছিলো। তার অনেকগুলো প্রাণী বন্ধু ছিলো। একদিন তার প্রাণী বন্ধুরা ভাবলো, রবির সাথে রাজকন্যার বিয়ে দিবে।

তাই তারা রবি আর রাজকন্যার দেখা করালো। রাজকন্যা ও রবি একে অপরকে দেখে খুব পছন্দ করলো এবং তারা বিয়ের সিদ্ধান্ত নিলো।

কিন্তু রাজা কোনো সাধারণ ছেলের সাথে রাজকন্যার বিয়ে দিতে চাইলেন না। তাই তিনি রাজকন্যাকে বন্দী করে রাখলেন।

রবির প্রাণী বন্ধুরা রাজকন্যাকে মুক্ত করতে আসলো। বিড়াল বন্ধু রাজকন্যাকে পথ দেখিয়ে ছাদে নিয়ে গেলো।

তারা ছাদে পৌঁছানো মাত্রই ঈগল বন্ধু রাজকন্যাকে উড়িয়ে নিয়ে গেলো রবির কাছে। প্রাণী বন্ধুদের এমন কর্মকাণ্ড দেখে রাজা অনেক বিরক্ত হলেন।

তিনি বললেন, “তোমরা যদি এমন করো তাহলে আমি যুদ্ধ ঘোষণা করবো।” কিন্তু প্রাণী বন্ধুরা বললো, “আমরা যুদ্ধ করতে চাইনা, আমরা শান্তি ভালোবাসি।”

রবির প্রাণী বন্ধুদের সৈন্য সংখ্যা রাজার সৈন্যের চেয়ে বেশি ছিলো তাই রাজা মশাই তাদের কথা মেনে নিলেন। এবং রবি ও রাজকন্যা সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।

শিক্ষা: প্রকৃত বন্ধু কখনোই তোমাকে বিপদে একা ফেলে যাবেনা