একদা এক রাজকুমার ছিলেন যিনি একটি বিচক্ষণ রাজকন্যাকে বিয়ে করতে চাইতেন। অনেক খোঁজাখুঁজির পরেও রাজকুমার বিয়ের জন্য উপযুক্ত রাজকন্যা পাচ্ছিলেন না।
এক ঝড়ের রাতে এক জীর্ণশীর্ণ রাজকন্যা সেই রাজকুমারের রাজপ্রাসাদের দরজা ঠকঠক করলেন। রাজকন্যা নিজের পরিচয় দেওয়ার পর মহারাণী তাঁর থাকার ব্যবস্থা করলেন।
প্রথম তোশকের উপর একটি মটর দানা রাখলেন মহারাণী। এর উপর আরো ২৪টি তোশক বিছিয়ে রাজকন্যার জন্য বিছানা তৈরি করা হলো।
রাজকন্যাকে সেখানে ঘুমাতে দেওয়া হলো। সকালে মহারাণী ও রাজপুত্র একসাথে রাজকন্যার ঘরে আসলেন।
তাঁরা রাজকন্যাকে জিজ্ঞেস করলেন, “রাজকুমারী, রাতে ঘুম কেমন হয়েছে আপনার?”
রাজকন্যা উত্তর দিলেন, “রাতে একদমই ঘুম হয়নি। তোশকের নিচে মটর দানার মতো কী যেনো একটি ছিলো যেটার কারণে আমার পিঠে বেশ ব্যথা লাগছিলো।”
একথা শুনে মহারাণী ও রাজকুমার বেশ খুশি হলেন। কেননা রাজকুমারের বিয়ের জন্য তাঁরা এমনই বুদ্ধিমতী ও বিচক্ষণ রাজকন্যা খুঁজছিলেন।
শিক্ষা: সৌন্দর্যের চেয়ে বিচক্ষণতা বেশি গুরুত্বপূর্ণ