একদা এক পাহাড়ের পাদদেশে রিপা নামের এক অলস ও বোকা মেয়ে বাস করত। তার স্বামী একদিন তাকে পাহাড়ের নিচে পনির আনতে পাঠালো।
পনির নিয়ে ফেরার পথে রিপার পনিরের ঝুড়ি থেকে একটি পনির পাহাড়ের নিচে পড়ে গেলো। অলস রিপা সেই পনিরটি ধরারও চেষ্টা করলো না।
বরং সে আরেকটি পনির নিচে ফেলে দিয়ে বললো, “যাও… আগের পনিরটিকে নিয়ে এসো।”
কিন্তু কোনো পনিরই ফিরে আসলো না। তাই তাদের নিয়ে আসতে আরো একটি পনির নিচে ফেললো রিপা।
এভাবে সে সব পনির নিচে ফেলে দিলো কিন্তু কোনো পনিরই আর ফিরে আসলো না। অনেকক্ষণ পনিরদের জন্য অপেক্ষা করে বিরক্ত হলো রিপা।
পনিরগুলোর উদ্দেশ্যে সে বললো, “আমি বাসায় যাচ্ছি। তোমরা আমাকে ফলো করে করে চলে এসো কিন্তু।”
খালি ঝুড়ি নিয়ে বাসায় ফিরলো রিপা। খালি ঝুড়ি দেখে রিপার স্বামী তাকে জিজ্ঞেস করলো, “রিপা, পনির পাওনি?” রিপা তার স্বামীকে সব ঘটনা খুলে বললো।
সব শুনে রিপার স্বামী বিরক্ত হলো। বললো, “অলসতার কারণে সব পনির ফেলে আসলা!! তোমার অলসতার জন্য আজ আমাদের অনাহারে থাকতে হবে।”
শিক্ষা: অলসতা করলে সবকিছু হারাতে হয়