রুটি মানব

বহুবছর আগে এক একাকী মহিলা ছিলো। তার কেউ ছিলো না। পুরো বাসা জুড়ে মহিলাটি একাই থাকত।

একদিন মহিলাটি রুটি বানাতে বানাতে ভাবলো, বাসায় যদি কোনো বাচ্চা থাকতো তাহলে তাকে রুটি বানাতে দেখে ভীষণ খুশি হতো।

মহিলাটি মানুষ আকৃতির একটি রুটি বানালো। রুটিগুলো ওভেনে দিলো। কিছুক্ষণ পর ওভেনের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলো সে।

দ্রুত ওভেন খুলে মহিলাটি দেখলো, মানুষ আকৃতির রুটিটি মানুষে পরিণত হয়েছে। ওভেন খোলামাত্রই রুটি মানব ওভেন থেকে লাফ দিয়ে দৌড় দিতে লাগলো।

“থামো! রুটি মানব, থামো!”, বলে চিৎকার করতে করতে মহিলাটিও তার পেছনে ছুটতে লাগলো। 

রুটি মানব বললো, “না… আমি থামলেই তুমি আমাকে ধরে খেয়ে ফেলবে।”

মহিলাটি রুটি মানবকে কথা দিলো যে, সে তাকে খাবে। রুটি মানব থামলো। মহিলাটি রুটি মানবকে বাসায় নিয়ে আসলো।

রুটি মানব সারা বাসা জুড়ে ঘুরে বেড়াতো, মহিলাটির সাথে খেয়াল করতো, নানান ধরনের আবদার করতো। মহিলাটির আর একাকীবোধ হতো না।

শিক্ষা: কথা দিয়ে কথা রাখা উচিত