একদিন এক ডাইনি রূপাঞ্জল নামের লম্বা, ঘন সোনালী চুলের এক মেয়েকে উঁচু টাওয়ারের উপরে একটি ঘরে বন্দী করে রাখলো। সেই টাওয়ারে ওঠার কোনো সিঁড়ি ছিলো না।
রূপাঞ্জলের চুলই ছিলো সেই টাওয়ারে ওঠার একমাত্র উপায়। একদিন এক রাজকুমার সেই টাওয়ারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং রূপাঞ্জলকে গান গাইতে শুনলেন।
রূপাঞ্জলের কণ্ঠ বেশ ভালো লাগলো তাঁর তাই তিনি রূপাঞ্জলকে বললেন, “তোমার চুলটা একটু নিচে নামাবে? আমি উপরে আসতে চাই।”
সারাক্ষণ একা একা বন্দী থেকে বিরক্ত রূপাঞ্জল বন্ধু পেয়ে বেশ খুশি হলো। চুল নামিয়ে রাজকুমারকে উপরে নিয়ে আসলো সে।
রূপাঞ্জলকে দেখা মাত্রই রাজকুমার তার প্রেমে পড়ে গেলেন এবং ডাইনির কবল থেকে তাকে মুক্তি করার সিদ্ধান্ত নিলেন।
ডাইনির কবল থেকে মুক্ত করতে রাজকুমার দ্রুত রূপাঞ্জলের চুল কেটে ছোট করে দিলেন এবং তাকে নিয়ে দূরে পালিয়ে গেলেন। ডাইনি তাদের আর কোনোভাবেই খুঁজে পেলো না।
রূপাঞ্জল ও রাজকুমার সুখেশান্তিতে বসবাস করতে লাগলো।
শিক্ষা: প্রকৃত ভালোবাসার মাধ্যমে যেকোনো বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব