একদা একটি সিংহ খাবারের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু কোনো খাবার খুঁজে পাচ্ছিলো না। ক্ষুধায় তার পেট চো চো করতে লাগলো।
অবশেষে সিংহ একটি খরগোশ শিকার করলো। খরগোশটি নিয়ে গুহায় ফেরার পথে সে একটি হরিণ দেখতে পেলো।
সিংহ ভাবলো, “হরিণটি শিকার করতে পারলে আজকে বেশ জম্পেশ একটা খাইদাই হবে।”
যেই ভাবা, সেই কাজ। খরগোশটি গুহায় রেখে হরিণ শিকার করতে গেলো সিংহ। বিপদ বুঝতে পেরে হরিণ দ্রুত সেখান থেকে পালিয়ে গেলো।
সিংহ আর হরিণকে ধরতে পারলো না। লোভী সিংহ গুহায় ফিরে এসে দেখলো, তার শিকার করা খরগোশটাও আর গুহায় নেই।
হতাশ সিংহ বুঝতে পারলো, খাবারের সন্ধান হওয়ার পরেও তার লোভ করা উচিত হয়নি। লোভের কারণে এখন তাকে না খেয়ে থাকতে হবে।
শিক্ষা: লোভ করতে নেই